বই(প্রম্ট 20)
বই(প্রম্ট 20)

1 min

152
পাঁচ বছর বয়স হলেই প্রতি বইমেলায় নাতি নাতনিদের জন্য বই কেনা বাঁধা ছিল দাদুর । কোনো বছর তার ব্যাতিক্রম হতো না । আর ফলে খুব ছোটবেলা থেকেই বাচ্চাগুলো বইকে ভালোবাসতে শুরু করলো। সময় যেতে লাগলো আর বইয়ের সংগ্রহ বাড়তে লাগলো। প্রতি বছর অপেক্ষায় থাকতো সবাই নতুন বইয়ের জন্য। একদিন দাদু না ফেরার দেশে চলে গেলেন । কিন্তু রয়ে গেল ওনার দেওয়া অমূল্য সম্পদ।