STORYMIRROR

ভূমি কন্যা

Tragedy Others

4  

ভূমি কন্যা

Tragedy Others

ভালো থেকো

ভালো থেকো

2 mins
361

প্রিয়,

  আশা করি খুব ভালো আছো। তোমার তো খবর পায়না, অনেক দূরত্ব বজায় রাখতে চাও আমার থেকে। কেন জানিনা! কল করলে পাওয়া যায় না, মেসেজ করলে রিপ্লাই পাওয়া যায় না। কিসের এত অবহেলা তাও বুঝতে পারি না। জানো, অনেকসময় মনে হয় এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়ায় তো ভালো, কিন্তু অনেক ভাবতে হয়, মধ্যবিত্ত ঘরের মেয়ে, মা-বাবা কষ্ট করে পড়াচ্ছে, তাদেরও তো কিছু পাওনা আছে। তাই আর মরা চলে না। 


আচ্ছা ভালোবাসা এত কাঁদায় কেন? এত নিষ্ঠুর কেন? ভালোবাসলে এক্সপেক্টেশন থাকতে নেই? জানি ভালোবাসা স্বার্থ দিয়ে হয়না, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা কেমন হয়? স্বার্থ মানে তো ভালোবাসার মানুষটির একটু ভালোবাসা পাওয়ার আকাঙ্খা, তার ব্যস্ততার মাঝে একটু খেয়াল রাখুক এটাই তো চাওয়া, ভালোবাসার মানুষটির সাথে একটু শান্তিতে বাঁচা, এটাই যদি স্বার্থ হয়, হ্যাঁ তাহলে আমি স্বার্থপর। তার একটা ফোন কলের জন্য মরিয়া হয়ে উঠি, তার একটা মেসেজের জন্য হা পিত্যেশ করি কিন্তু পাই কি? না, চাওয়াগুলোতে নেমে আসে মেঘ ভাঙ্গা বৃষ্টি। কপালটা যে এতটা ভালো নয়, অবহেলা ছাড়া তো পাওনা কিছুই নেই।


যাক সে কথা। আচ্ছা কারোর প্রতি দুর্বল হওয়াটা কি অন্যায়? প্রিয় মানুষটির অবহেলা বুঝি খুব সহজে সহ্য করা যায়? কই আমি পারি না তো? আমি একটু বেশি ইমোশনাল বলে, আমার প্রতি এত বিরক্ত? কী করবো বলো আমি এইরকমই, একটুতেই কেঁদে ফেলি। আসলে তোমার প্রতি বড্ড দুর্বল গো, তোমার একটুও ইগনোর সহ্য করতে পারি না, তুমি সারাদিনে একবারও খোঁজ না নিলে কেঁদে কেটে একসা হয়ে যায়। এতে যদি অপরাধ থাকে, তাহলে আমি অপরাধী, আমি খারাপ। এটা যদি তোমার পছন্দ না হয়, তাহলে আমার আমিটাকে জেনে শুনে ভালবেসেছ কিনা সন্দেহ আছে। 


যাই হোক, যতই অবহেলা করো, ভালো তো তোমাকেই বাসি। আর তোমাকে ছেড়ে থাকাও অসম্ভব। আমার প্রতি যদি বিরক্ত হয়ে ওঠো তাহলে আর কী, যেতে পারো, বাধা হব না। তুমি ভালো থাকলেই, ভালো। তারপর যদি ইচ্ছে হয় মাঝে মাঝে খবর নিও, দেখবে নির্লিপ্ত মনের মেয়েকে খুঁজে পেয়েছ, যে সম্পূর্ণ আলাদা আগের থেকে। যার কোনো ইমোশন নেই, মৃতপ্রায় একটা মেয়েকে পাবে। তখন হয়তো ভালো লাগলেও লাগতে পারে, কারণ তখন তো এত ইমোশনাল হবো না হয়তো। তখন না হয় ভালোবেসো একটু, তোমার ভালোবাসার বড্ড কাঙাল যে। আর কী বলবো বলতো? অনেক তো বললাম। হয়তো তুমি কোনোদিন বুঝবে না আমায়, তবুও অব্যক্ত কথাগুলো রইলো তোলা আমার সবসময়ের বড্ড আপন ডাইরিতে। ভালো থেকো, যে আমার মতো কথায় কথায় চোখের জল ফেলে না, যে অনেক বুঝদার, যে অনেক ম্যাচুওর, এমন একটা মেয়েকে ভালোবাসো, সে তোমায় অনেক ভালোবাসবে, তোমাকে দেখলে, তোমার মনকে যে উপলব্ধি করবে সে না ভালোবেসে থাকতেই পারবে না। তুমি অনেক ভালো, বড্ড ভালোবাসি, সারাজীবন ভালোবাসবো, তুমি থাকলেও আবার না থাকলেও।


                         ইতি

                  তোমার প্রেমে বিরহিনী 



Rate this content
Log in

Similar bengali story from Tragedy