অব্যক্ত অঙ্গীকার
অব্যক্ত অঙ্গীকার
শারদীয়ার মরশুম, আকাশে বাতাসে আলাদাই খুশির আমেজ। আকাশে সাদা মেঘের ভেলা, মাঝে মাঝেই ছুটে আসছে এক পলসা বৃষ্টি, দুটো প্রেমিক মনকে স্নাত করে দিচ্ছে নিজের অজান্তেই।
দুই যুগল বন্দী ভালোবাসার মানুষ বসে আছে নিরিবিলি নদীর পাড়ে। না এ কোনো গঙ্গার পাড় নয়, এ গ্রাম্য নদী।
“বাবাই কী দেখছো এমন ভাবে, আজ কি নতুন দেখছো আমায়?" মেয়েটি লাজুক হেসে বলে উঠলো।
“মিমি, তোমায় তো প্রতিদিন নতুন রূপে দেখি গো, যতই দেখি ততই আরো নতুন কিছু খুঁজে পাই তোমার মধ্যে।" বাবাই নামের ছেলেটি বলতেই মিমি ওর হাত জড়িয়ে ধরলো।
হস্তরেখাই ভালোবাসার প্রতিচ্ছবি আঁকছে, একে অপরের চাহনিতে ঝরে পড়েছে মুগ্ধতা। বন্দী করেছে দুজন দুজনকে চোখের অতলে। মিমির মনে পড়ে যায় প্রথম আলাপের কথা, কেই বা জানতো অপরিচিত ছেলেটাই শিরদাঁড়া হয়ে উঠবে একদিন, যাকে এক নজর দেখতে না পেয়ে মারিয়া হয়ে উঠবে হৃদয়টা। নিজেকেই কেমন অচেনা লাগে মিমির, কতটা সে বদলেছে নিজেও জানে না।
বাবাই ওকে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে ডাকলো কিন্তু প্রথম দুবার সাড়া পেল না, আবার ডাকতে মিমি ক্ষীণ কণ্ঠে বলে উঠলো,“আমি আগের থেকে কত বদলে গিয়েছি বলো বাবাই।"
“তুমি হয়তো এইরকমই ছিলে মিমি, নিজের আসল সত্তাকে খুঁজতে হয়তো একটু দেরি হয়েছে। কিন্তু আগের থেকে অনেক বেশি অবুঝ হয়ে গিয়েছ।"
বাবাই ঠোঁট চেপে হাসছে, এটা দেখে মিমি কপট রাগ দেখিয়ে বলল,“কি বললে আমি অবুঝ!"
“হুঁ, মাঝে মধ্যে হয়ে যাও একটু আধটু, তখন পাগলামিও করো, ওই আর কি..." মিমির মুখটা দেখে বাবাইয়ের হাসি পেলেও হাসার যো নেই, কটমট করে তাকিয়ে আছে। মিমি মুখ ঘুরিয়ে বসলো, মনে মনে পাঁচ সেকেন্ডের প্রতিজ্ঞা করলো কথা বলবে না।
কয়েক মুহুর্ত পর বাবাই আদুরে গলায় বলে উঠলো,“আমার মিমি রাগ করেছে! কই দেখি দেখি... "
মিমি মুখ ফিরিয়ে রাখলে আবার বলে উঠলো,“ আমি দূরে চলে যাব তখন তো আর দেখতে পাবে না..." আর কিছু বলতো তার আগেই মিমি ওর মুখে হাত রেখে বলল,“কি আজেবাজে কথা বলছো!"
“আমি তো মজা করছিলাম..."
মিমি এই ধরনের ফালতু মজার কথা শুনে, কিল ঘা বসিয়ে দিল ওর প্রিয় মানুষটির বুকে। তারপর মুখ দিয়ে বলল,“বাজে লোক একটা..."
বাবাই কথা ঘোরানোর জন্য বলে উঠলো,“মিমি আজ তো আমার জন্মদিন, কই কোনো গিফ্ট দিলে না তো..."
মিমি মুখটা চুপসে বলল,“তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই, কী দিই?"
একটু চুপ থেকে আবার বলল,“কী চাই বলো আমি সেটাই দেবো?"
“সত্যি সেটাই দেবে তো!"
“আরে বাবা বললাম তো দেবো, তুমি বলো কী চাই..."
“তেমন কিছুই চাই না মিমি, শুধু তুমি আমার পাশে থেকো, আমার শক্তি হয়ে। কোনোদিন ছেড়ে যেও না..."
মিমির চোখ দুটো আর্দ্র হয়ে উঠলো। প্রিয় মানুষটির বুকের মাঝে স্থান নিয়ে নিল, যা শুধু তার জন্যই বরাদ্দ।

