STORYMIRROR

ভূমি কন্যা

Romance Tragedy

4  

ভূমি কন্যা

Romance Tragedy

সরি

সরি

1 min
262

-- তোকে ফোনটা রাখতে বলেছি বাবাই।

-- মিমি... মিমি... একটু একটু গো...

-- বলো কী বলবে?

-- এই রাগ করোনা লক্ষ্মীটি...

-- তুমি কি না রাগ করার মতো কথা বলেছো?

-- আরে মুখ থেকে বেরিয়ে গেল তো...

-- তোকে কিছু করতে হবে না, ফোনটা রাখ। নয়তো আমি রেখে দিচ্ছি।

-- এই না না...

-- তাহলে... 

-- ওই একটু মাথা ঠাণ্ডা করে কথা বলো না...

-- জানো তো আমায় এইসব কথা শুনলে মাথা গরম হয়ে যায়, তবুও কেন বলো?

-- এই কান ধরছি দেখো, আর বলবো না।

-- তুমি সেই বলবে, আমি কি তোমায় চিনি না?

-- কি করবো বলো, তোমাকে এত ছেলে প্রপোজ করে যে আমি ইনসিকুওর ফিল করি।

-- তুমি একটা কথা কেন বোঝনা বলতো, আমি তোমাকে ভালোবাসি। এটা বুঝতে পারো না কেন?

-- তবুও...

-- আরে তোমাকে ভালোবাসি। আমাকে প্রপোজ করলেই আমি তো আর কারোর হয়ে যাবো না।

-- আমি তো জানি তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না, তবুও...

-- তবুও টা কি হ্যাঁ? তোমার আছি, তোমার থাকবো আর তোমাকেই সারাজীবন ভালোবাসবো। যতই ভালো ছেলে আসুক, তুমিই আমার বেস্ট।

-- মিমি সরি গো, আর কখনো বলবো না।

-- বললে এবার দাঁত ভেঙে দেবো।

-- আর রেগে থেকো না প্লীজ...

-- কিছুক্ষন পর কল করিস, এখন রাখ।

-- লাভ ইউ মিমি...

-- রাখ!



Rate this content
Log in

Similar bengali story from Romance