ভালো থাকিস
ভালো থাকিস
-- কি রে, ভালো আছিস?
-- হ্যাঁ,ভালো আছি।
-- তা বল, জীবন কেমন চলছে?
-- আগের থেকে অনেক ভালো। হাসিখুশি আছি, জীবনে আনন্দ আছে।
-- আচ্ছা বেশ।
কিছুক্ষন দুজনেই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। ছেলেটি আবার বলে উঠলো, -- তোকে বেশ কয়েকদিন থেকে দেখছি, তুই অনেক খুশি আছিস তাই আর কথা বলতে আসিনি, কিন্তু আজ কথা বলতে খুব ইচ্ছে করলো তাই এলাম।
-- ওহ আচ্ছা।
-- হ্যাঁ রে। তুই জিজ্ঞেস করবি না, আমি কেমন আছি তোকে ছাড়া?
-- বেশ ভালোই তো আছিস দেখছি, হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিস।
-- হুঁ, সে ঠিকই বলেছিস। কিন্তু তুই কোনোদিন মানুষের মন দেখলি না, উপরের মুখোশটা দেখেই অনেক কিছু বিচার করে নিলি।
-- প্লীজ! পুরনো কথা বলার বা শোনার কোনো ইচ্ছে আমার নেই।
-- প্রয়োজনীয় একজনকে পেয়ে গিয়েছিস তখন তো আমাকে অপ্রয়োজনীয় মনে হবেই।
-- তোর ভুলে তোকে আমি ছেড়েছি...
-- আচ্ছা তাই? আবার দুদিন পর আরো একজনকে ধরেছিস। তা কতদিনের জন্য?
-- আমি যাই করি তোর কী? তোর থেকে ও অনেক ভালো, আমাকে ও বোঝে?
-- তোকে দেখলে আমার আগে কষ্ট হতো কিন্তু এখন তোর জন্য আমার কষ্ট হয়।
-- মানে?
-- মানেটা তোর নিউ বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করিস? নিশ্চয় আমাদের রিলেশনটা বলিসনি! ভালো থাকিস, আর একটা অনুরোধ রইল, আর কাউকে প্রয়োজনে ব্যবহার করিস না প্লীজ। ছেলেদেরও কষ্ট হয়, ওরা কাঁদতে পারে না ঠিকই তবে বুকের ভেতরে দলা পাকানো কষ্ট গুলো তাদের ভিতরে ভিতরে মেরে ফেলে ক্ষণে ক্ষণে।
মেয়েটা কতটা কি বুঝলো জানা গেল না কিন্তু ছেলেটা পিছন ফিরে আর্দ্র হয়ে আসা চোখের জলটা পড়তে পড়তে লুকিয়ে নিল, একমুঠো কষ্ট হিসেবে।

