অচেনা গল্প 🕊️🦋 part -1
অচেনা গল্প 🕊️🦋 part -1
আসসালামু আলাইকুম আমি আজকে একটা গল্প লিখবো তো আর আজাইরা কথা বদ দিয়ে চলো শুরু করি 🙂🐸
Earth : সকালে উঠে এবং দেখে তার মা খাবার রান্না করছে।
তার মা বলল : কিরে নবাব সাহেব এখন উঠার সময় হয়েছে, দুপুর ১২ টায় কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে 😒?
Earth: ওহ!!! মা এখন কার যুগে কেউ সকাল ৬ টায় উঠে 🤣
তার মা: কেউ ওঠে না কিন্তু তুই উঠবি! কেউ যদি ছাগলের হাগু খায় তাহলে কি তুই ও তাই খাবি??
Earth: না মানে 🙂🤌
তার মা :এখন মানে মানে করা বাদ দিয়ে school এ যা, খাবার তৈরি হয়েছে!!!😒✨
Earth ( মনে মনে ) : আমার এই সব মা এর কথা একটু ও ভালো লাগে না 🥴
