অবশেষে
অবশেষে
আজ ভোরে ঘুমটা যেন একটু তাড়াতাড়ি ভাঙলো | আধখোলা চোখ আর শ্রবণ ইন্দ্রিয়কে কিছুটা সজাগ করতেই মনে হলো, চারিপাশের পরিবেশটা আজ যেন অন্য দিনের থেকে অনেকটা আলাদা | ভোরের পাখির ডাক আজ বড়ই ক্ষীণ, পাশের বাড়ির বাচ্চাটা আজ হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসেনি | দূর হতে কিসের যেন কোলাহল ভেসে আসছে | আচ্ছা, ওটা কি ট্রেনের whistle বাজলো? দু-একটা বাস অটো যেন হর্ন দিতে দিতে চলে যাচ্ছে | জনশুন্য পথঘাট যেনো হটাৎই ভরে উঠেছে নতুন উল্লাসে, নতুন উদ্যমে | আজকের দিনের শুরুটা যেনো শেষের কয়েক মাসের অভ্যেসকে বর্জন করে নতুন রূপে সেজে উঠেছে | আমি কি এখনো স্বপ্নের ঘোরে আছি? না, এটাই বাস্তব চিত্র | হটাৎ মনে পরে গেল গতকাল রাতেই-তো প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন লক ডাউন সমগ্র দেশ থেকে উঠে যাওয়ার কথা | দীর্ঘ ৭৫ দিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আবার আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের দেশ-তার স্বাভাবিক ছন্দে ফিরে আসার পালা | পঙ্গু হয়ে পড়া জীবন যাপনকে আবার ব্যাস্ততার ঘেরাটোপে ঘিরে ফেলার দিন আজ | কোরোনার বিষাক্ত অভিশাপ থেকে মুক্তি পেয়ে আজ দেশবাসী হয়তো একটু স্বস্তির নিঃস্বাস ফেলবে |
শুধু দেশ নয়, আজ সমগ্র বিশ্ববাসী এই ভোর দেখার জন্য অপেক্ষারত | মৃত্যু ভয় কাটিয়ে, বিপদের আশঙ্কা দূর করে সুস্থ হোক জনজীবন, এই কামনায় রইল |