আজব দুনিয়া
আজব দুনিয়া


বাস্ত রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধ ভিখারী আজ হতবাক। তাকে ঘিরে আছে ভালো ভালো জামাকাপড় পড়া সমাজের উচুশ্রেণীর বাবুরা ,যারা বছরের পর বছর বড়বড় গাড়ি করে অবজ্ঞায় পাশ কাটিয়ে চলে যেত। আজ অনেক খাবার নিয়ে এসেছেন । সঙ্গে আবার ক্যামেরা কাধেঁ বাবুরাও। একজন একজন করে হাতে জিনিস দিচ্ছেন আর ক্যামেরায় আলো জ্বলে উঠছে। ওরা চলে গেল। বৃদ্ধ আবার ঝড়, বৃস্টি, রোদে ব্যাস্ত রাস্তায় বাবুদের প্রতীক্ষায় বসে রইল।