যুগে যুগে এসো ধরাধামে
যুগে যুগে এসো ধরাধামে
যুগে যুগে এসো ধরাধামে।
নিখিল মিত্র ঠাকুর।
দারিদ্র্যতা করে জয়, শিশু শ্রমিক থেকে;
হয়েছিলে তুমি কলমবাজ।
কলমে ঝরেছে রক্ত, যৌবন হয়েছে মত্ত;
ভাঙতে পরধীনতার শৃঙ্খল।
"কারার ঐ লৌহকপাট", আগুন জ্বালে চিত্তে;
বিদ্রোহী কবি উপাধি জোটে।
শৈশবের ধর্মীয় শিক্ষা, করেছো তুমি উপেক্ষা;
হয়েছো মানবতাবাদী 'দুখু মিঞা'।
হিন্দু-মুসলমান মিশ্র ঐতিহ্য, হয়েছে তোমার উপজীব্য;
কবিতা,গান, আর নাটকে।
" একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান", দিয়েছে সমান সম্মান;
উড়িয়ে সাম্যের পতাকা।
তোমার কবিতা, আর গান, আজও জাগায় মনে-প্রাণে;
দেশভক্তি, আর সম্প্রীতি।
হে মহান প্রাণ, কাজী নজরুল ইসলাম;
যুগে যুগে এসো ধরাধামে।