STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

যুদ্ধ নয় শান্তি চাই

যুদ্ধ নয় শান্তি চাই

1 min
423

যুদ্ধ নয়,চাই সুখ অখন্ড শান্তি

ক্ষমতালোভী পুতিনের কোনো ভ্রান্তি

যেন না বাঁধিয়ে দেয় তৃতীয় বিশ্বযুদ্ধ

এখনই সময় হতে হবে সংঘবদ্ধ-উদ্বুদ্ধ।


বিশ্ব বিবেক জাগো,একত্রিত হও জাতিসংঘে

পৃথিবীর কোথাও এবং এই অসাম্প্রদায়িক বঙ্গে

একটি প্রাণ যেন মৃত্যুতে না হয় স্তব্ধ,

প্রয়োজন নেই গুলি গোলার বীভৎস শব্দ।


হিটলার - মুসোলিনির মতো

স্বৈরাচারী শাসক যতো

বন্ধ করো তোমাদের ক্ষমতার পৈশাচিক দম্ভ

বোমার আঘাতে আর নয় ধরায় কৃত্রিম ভূমিকম্প।


অগনিত মানুষের বুকের গরম রক্ত ঢেলে

অস্ত্র ব্যবসার যুদ্ধের নৃশংস,ঘৃণ্য খেলা খেলে

পারমানবিক শক্তিধর দেশ-

আর নয়,অনেক হয়েছে এবার হোক খেলা শেষ

যতো অন্যায় অপশক্তি সব হোক নিঃশেষ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational