STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

যুদ্ধ বিভীষিকা

যুদ্ধ বিভীষিকা

1 min
313

পশ্চাতাপ আইনস্টাইনকে

একদিন মর্মাহত করল 

যুদ্ধ বিভীষিকা তাঁর মনে 

আত্ম গ্লানি ভরে দিল 

পরমাণু বোমা বিনাশ করলো

হিরোশিমা নাগাসাকি

খন্ড বিখন্ডিত মানব শরীর

ভয়ংকর শব্দ সে কি

আজও মানব, নিষ্পাপ শিশু

কাটায় বিকলাঙ্গের জীবন

পরমাণু রশ্মির বিকিরণ

যে তার কারণ

তবুও বোঝেনা মহাবিনাশকে

 আমন্ত্রণ রোজ করে

মানবের সেই আকুল ক্রন্দন

হৃদয় যে তার ভরে

অণু েে অস্ত্রে ভরো না পৃথিবী

সবুজিমা দাও ভরে 

ভূতানু অস্ত্রে মানুষ মেরো না

 নিরীহ না যাক মরে 

শহীদের শবে না ভরুক ধরা

অস্রুতে না ভিজুক মাটি

 জলবায়ু,মাটি, প্রিয় জঙ্গল

 বিষে না পড়ুক ফাটি 

এ ধরা প্রকৃতি প্রিয় বৃক্ষরাজি

শান্তির সংগীত গায়

শান্তির পথ ডানা মেলে

 নীল গগনে ধায়

শান্তি খোঁজে আজ এ পৃথিবী

শান্তি ফিরিয়ে দাও

রক্ত সিঞ্চিত করো না মাটি

 হিংসা থেকে দূরে রও

অনাথ শিশুর হাহাকারে

 ভরো না ধরা

এনো না প্রলয়

বইতে দাও অমৃত ধারা  ।।

সিনেমা


Rate this content
Log in

Similar bengali poem from Abstract