যত্ন
যত্ন


ভালোবাসা নারীর বুক খুলে
যোনির গভীরতা দেখার অধিকার নয়
আলাপের শখে সংলাপ তুলে
ঠোঁটের স্পর্শে শিহরণ জাগানো শরীর নয়।
সমর্পণ করার বিনিময় নয়।
ভালোবাসা অন্ধ বধির, শ্রুতি জাগর ঘরময়
স্তনের স্তরে স্তরে নামানো প্রচ্ছন্ন আকাশে
নিখাদ দু’খানি গোলাপ।
বিবসন ভোগের চেয়ে উপভোগের শালীনে
প্রকৃতির উঠোনে ভিজিয়ে জীবন আর এক জীবনে
প্রশান্তির নির্মলতায়।
যত্নের রমণ দোলা দুয়ার খোলা ভুবন।