STORYMIRROR

Nityananda Banerjee

Romance Inspirational

3  

Nityananda Banerjee

Romance Inspirational

যথেচ্ছ

যথেচ্ছ

1 min
136

বছর কেন হয় না যুগের সমান ;

তাড়াহুড়োয় শেষ হয়ে যায় বছর,

শুভেচ্ছা বাণী ফি বছরের মান ;

রাখতে গিয়ে কাঁদে ঝর ঝর ।


ফিরে যদি পেতাম দশটি সাল ;

 গেছে যা' স্মৃতির দুয়ার থেকে,

দু:খ কষ্ট ছিল না জঞ্জাল ;

সুখের পাতা ঝরেছে বারেক ডেকে ।


গোমড়ামুখো বুড়ো চোতের শেষে ;

রুদ্র বোশেখ আগুন নিয়ে খেলে,

বাধ্য হয়ে 'এসো' - বলি হেসে ;

পোড়াবে জানি খানিক সুযোগ পেলে।


লোডশেডিংএর বহর দেখে জ্বলি ;

তপ্ত বোশেখ আরেক বিষ ফোঁড়া,

ঠাণ্ডা খুঁজি ঘুরে অলিগলি ;

অনুভূতিটাই যত নষ্টের গোড়া ।


বারো মাসে ছ'বার ঋতুস্রাবেও ;

নষ্ট মেয়ে গর্ভ ধরে ঠিক,

সম্বছরে বোশেখ একবার পাবেও ;

তখন না হয় হবেই নির্ভিক ।


বোশেখ কেন সালের প্রথম মাস ;

বর্ষা শীত আসে কেন পরে ?

নিদেন ফাগুন রইত চন্দ্রহাস ;

কাল কাটাতো হেমন্তেরই ঘরে!


ফিরে যদি পেতাম দশটি সাল :

দেখিয়ে দিতাম বরফ কা'কে বলে,

বোশেখ না হয় রইত চিরকাল ;

গা ধোয়াতাম বরফ শীতল জলে 



Rate this content
Log in

Similar bengali poem from Romance