যতদূর মনে পড়ে
যতদূর মনে পড়ে
আমি চাইনি কখনোও,
কেউ আমার নাম ধরে ডেকে যাক বহুদূর থেকে,
আমি বলিনি কাউকে,
আমার অপেক্ষায় কেউ বিরক্ত হোক বসে থেকে থেকে।
আমি যখনি চেয়েছি যা,
পায়নি কখনো তা।
আমি হারিয়েছি অনেক স্বপ্নীল আকাশ দেখার সুযোগ,
আমি অনেক পুড়েছি, অনেক ঘুরেছি, মিথ্যে আশায়, তবু করিনি কোনো কারও উপর অভিযোগ।
আমি কখনো মিথ্যে অভিযোগে করিনি কাউকে কলুসিত,
তবুও শুনতে হয় আমাকে ছলনাময়ী অবিরত।
তবুও নেই আমার কোনো আক্রোশ,
আমি,জানি ভেংগে যাবে একদিন সব ভুল আপোষ।
যতদূর মনে পড়ে,,,,
সবসময় চেয়েছি সবাই থাকুক ভালো,
সবাই দেখুক সব রঙ আমি দেখি কালো।
