যমজ
যমজ
আমরা দুই ভাই বোন
শোন ভাই শোন
যমজ বলে কথা
ও কাঁদলে আমি কাঁদি
আমি হাসলে, হাসে ও
একসাথে মোরা বড়ো যে হবো
দেশ বিদেশে ঘুরতে যাবো
আমাদের দেখে অবাক যে সব
বলাবলি করে, এমনও হয় না কি
ভগবানের একি খেলা
আমরা যে পরস্পরের কার্বন কপি ।।
