STORYMIRROR

Atanu Ganguly

Abstract Tragedy Action

3  

Atanu Ganguly

Abstract Tragedy Action

যদি মরে যেতে পারতাম

যদি মরে যেতে পারতাম

1 min
272

আকাশের মতই নীল রং মেখে স্বপ্ন দেখাতাম,

 সাদা মেঘের মতো তোমায় নিয়ে ভেসে বেড়াতাম I

নতুন করে, নব রূপে একটি বার বাঁচতাম, যদি মরে যেতে পারতাম I

শুকনো ডালে সবুজ চিহ্ন হয়ে ফুটতাম, 

না বলা ভাষা, অক্ষর হয়ে ঝড়ে কথা হতাম Iদগ্ধ মনের হাহাকার,

দু-বাহুতে জড়িয়ে নিতাম,  যদি মরে যেতে পারতাম I 

যদি মরে যেতে পারতাম, 

সব কষ্টের মীমাংসা করে যেতাম I

যদি মরেই যেতে পারতাম, 

বোকা জীবনকে হারিয়ে যেতাম I



Rate this content
Log in

Similar bengali poem from Abstract