যাতনা
যাতনা
কিসে যাতনা ভাবিলাম আবার
দেনাপাওনাকি মিটিল সবার?
কিসে হেরে পরাজিতা আবারো হাসে
কেন শত মায়াময়ী চোখ স্মৃতিতে ভাসে?
পানির তরঙ্গে পকারা নাচে
পঁচা লাশ খেয়ে শকুনি বাচে!
বেঁচেও যারা প্রাণহীন নীহারিকা
ও সে দেবী নয় মুমূর্ষু বালিকা!
মাটি তার রঙ বদলায় কি বারেবার?
সে যে জীবিত, খেয়ে কঙ্কাল আমার !
এসবে কি যাতনা পায় অই বড়লোক বিচ্ছু?
ওরা পাষণ্ড দিতে নারি কাহাকে কিচ্ছু।
ওরা প্রতারক নিয়েছে আমার ঘাম
তবু অচিরেই দেয়নি তার দাম।
আজ আমি হাসি!
আমার পাশে আসছে এক বড়লোক
উছিলা নাকি মরণ কাশি!
ওরে তোরে কি ওরা কদমবুচি করবে?
তোর মাংশ খেয়েই ওদের পেট ভরবে।
এখন বল, চিনবে কে তোকে
আমি তুই, নাকি তুই আমি মৃত্যুর এই বাকে?
তোরও একই বিচার হবে
তবে সেই বিচারে আমারি জয় বরাদ্দ রবে
এবার কিভাবে যাতনা সইবি?
আমি তো কঙ্কাল , এবার তুই মাতির হাতেই ভক্ষিত হইবি।।