Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

mrioma hafsa

Tragedy

3.4  

mrioma hafsa

Tragedy

সেদিনের মহাকাব্য

সেদিনের মহাকাব্য

1 min
11.9K


এই যে খুব ইচ্ছে করছে তোমার সাথে কথা বলতে 

দু'হাত ভরে তোমায় ছুঁয়ে দেখতে ।। 

তোমার গালের পরতে পরতের গন্ধে মিশে যেতে 

তোমার ঠোঁটের কর্নার ছুঁয়ে মাঝপথে ডুব দিতে 

কিন্তু শুধু কল্পনাই করে গেলাম, কোথায় আর তা পেলাম 

তাই একটা শোকের মিছিল বের করলাম 

কি হলো তুমি জানো?

পারিপার্শ্বিকতা ঠেকিয়েছে রাইফেল , করেছে বোমা হামলা 

রক্তের সেকি বন্যা , এতো রক্ত নয় জলের দেনা পাওনা 

বন্ধ মিছিল , বন্ধ শোক এবার ফুঁপিয়ে কাঁদার বেলা 

মৃত শোকের গণকবর হবে জানিয়েছে অন্তরাত্মা 

শুনেছি ব্যকুল মৃতের চিৎকার আমার হৃদয় জুড়ে 

আমি ফিরিয়ে নিয়েছি চোখ , থামিয়েছি হাহাকার 

তবু বিক্ষোভ করছে একদল পার্লামেন্টের সামনে 

সদর দরজা খুলিনি আমি , খুলিনি তাদের ভয়ে 

তুমি কি আসবে? নেতৃত্ব দিতে আমার হয়ে 

শুনছো প্রিয় ? শুনছো কি সে আর্তনাদ ? 

এবার বুঝি ভাঙ্গিবে দুয়ার , বিক্ষোভ কাছাকাছি 

পালিয়েছি আমি , পালিয়ে বেঁচেছি আজ 

পাল্টে নিয়েছি রুপ , মিশিয়েছি হাত বোমা হামলাকারীদের সাথে 

ওরা বলল - এবার তবে জানাজা হোক সম্যক সমাবেশে 

এখন কি করিবে কবি ? (অন্য কোন দিন বলবো মহাকাব্যের বাকি অংশ তোমায় 

আজ বিরতি নিলাম , নিমন্ত্রণ রইলো আমার এ ইতিহাসের পাতায় )



Rate this content
Log in

More bengali poem from mrioma hafsa

Similar bengali poem from Tragedy