আত্মার ভিতরে
আত্মার ভিতরে


প্রখর রৌদ্র তাপে ব্যস্ততার ক্লান্তিতে
সীমাহীন বিরক্তিতে যখন বন্ধুত্বের ছায়া,
আজো বিমলিন সে শৈশবের ছোঁয়া ।
বহু তৃষ্ণার শেষে হারিয়ে যাওয়ার দুপুরে
ছুটে আসা নবনীর মতো বিন্দু নূপুরে,
বন্ধু তোদের আজ মনে পড়ে এই আত্মার ভিতরে ।।