নীল ঘুড়ি_তুমি-আমি
নীল ঘুড়ি_তুমি-আমি
আকাশ এখন মেঘলা,
ভাবছি একদিন আকাশে একটা নীল ঘুড়ি উড়াবো,, একটা নীল শাড়ী পড়ে - হাতে নীল চুড়ি .......
তুমি পড়বে একটা হলুদ পাঞ্জাবী ....
তুমি সাজবে হিমু আর আমি হবো রুপা
হিমুরা নাকি কখনো রূপাদের কাছে আসে না
আসতে নেই - বলা হয় নিয়ম নেই
তুমি কি আসবে?
এসে একজোড়া রূপালী নূপুর আমার পায়ে পড়িয়ে দেবে
তখন সন্ধ্যা ঘনিয়ে আসবে
জোনাকিরা আমাদের ঘিরে
বিন্দু বিন্দু আলো দিবে
আমি তোমার চোখে চোখ রেখে হেসে দিব
আর তুমি সেই হাসিতে মুগ্ধ হয়ে বলবে -- এভাবে বেঁচে থাক পৃথিবীর সমস্ত হিমু-রূপাদের গল্প......!