মৃত বাসনা
মৃত বাসনা


তোমারো চরণ যেখানে গিয়াছে থামি
আমারো নয়ন সেখানে গিয়াছি ভাসি,
তোমারো দিদ্বার যেখানে মৌণতা টানি
আমারো হৃদয় সেখানে চ্ছিন্ন জানি,
আমি জানি ।
সে আত্মা অবগাহিত ভ্রান্ত জলে
অবনী নেয় নি মাটি, দিয়াছে জমাট ছলে।
বক্ষে প্রবল লয়ে আসিয়াছিলে এ কান্তে
এহ দায় সাধিল মম আবেগের ছন্দে।
পাতা ছেঁড়ে তবু ওল্টে না,
কি যে বিচিত্র শ্লেষমাখা সে ভৎসর্না !
তোমারো ত্রুটি খুঁজি ভুগিয়াছি সে যন্ত্রণা
সর্বংসহা দিয়াছে ঠাই, নেয়নি সকল মূর্ছনা ।
বিদগ্ধ সে সব ত্রাসের নিপুণ প্রতারনা
ভাসিয়ে সকল জীবনবহের মৃত বাসনা ।