Agniswar Sarkar

Romance

5.0  

Agniswar Sarkar

Romance

With love from heart

With love from heart

1 min
511


উষ্ণ ঠোঁটের প্রগাঢ় চুম্বনের ডাকে

নিজেকে বিলিয়ে দিয়েছিলাম ।

বিলিয়ে দিয়েছিলাম সব অজানা অস্থিরতা ।

রক্তাভ ঠোঁটে এঁকে দিয়েছিলাম অন্তরের বিশ্বাস ।

ফেব্রুয়ারির ঠাণ্ডা পথে চলতে চলতে

উষ্ণতা খুঁজেছিলাম তোমার পাতলা ঠোঁট দুটোতে ।

প্রেমের উন্মত্ততা বা ঔদ্ধত্বতা কোনটাই

ছিলোনা আমার ভালোবাসার ছোঁয়ায় ।

ছিলোনা কোনও নোংরামো ।

শান্ত নদীর বুকের ভেসে চলা নৌকার মতো ,

ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে , তোমার অন্তরের গভীরতায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance