উপহার - ১
উপহার - ১


যেদিন তুমি চলে গেলে ,
তারপর ও সাজানো গোছানো, কোটা বাটা, ঢেকে
রেখে খাওয়ার সংসারে ব্যতয় হয়নি কখন ও..
তবুও পোড়া গন্ধে ভেসে গেছে চারিদিক,
জলময় হেঁশেলে আলুনী বিস্বাদে ভরে গেছে মধ্য তিরিশ ।
জানো বাবাই ,নতুন বছরে এতবড় উপহার,
আগে কখন ও পাইনি আমি।