অমৃতপায়ী ৩
অমৃতপায়ী ৩

1 min

230
রাজপুত্র থাকে সাতসমুদ্দুর তেরো নদীর পার।
অলকানন্দার জল বয়ে চলে,
নাগাসাধুর নির্বিকার চোখে , গোলাপি আভায় দিনান্তের রক্তকরবী ফোটে।
শীতের দুপুরে পাতার ফাঁক গলে চুইয়ে পড়া,
রোদের ওম শুষে নেয় গাঙচিল।
রাঙা বোষ্টমীর হবিষান্ন উথলে ওঠে ,
সাগরমেলার মধ্য দুপুরে।