উপহার ৪
উপহার ৪


তুলির টানে সূর্য ওঠে নতুন করে,
আগামীর স্বপ্নে গোলাপ কুঁড়িতে সাজে --
রুক্ষ দিনে র দুপুর,
উত্তুরের বাতাসে ফুলের গন্ধ ভাসলে,
ছাদের কোনে রঙিন শাড়ি ওড়ে একা একা,
হরবোলা দুপুর মিলিয়ে যায় আস্ত দিনের সাথে...
তাই এত সুখের মাঝে , ভালোবাসা ছাড়া মৃত্যু ও একা আসতে ভয় পায়।