উপহার ৩
উপহার ৩


নি:স্বের বাগানে পাথর কুচি ফুল ধরে ,
অপ্রেমে বা প্রেমে নয়
একগুচ্ছ ভরসার হাতছানি দিয়ে।
শেষবেলায় ছাইচাপা আগুন হাটকে চলা জীবন ,
নতুন এর গন্ধ খোঁজে,
একজোড়া চোখ খোঁজে, ভীষন আদর খোঁজে ..
বারান্দায় পড়ন্ত আলোয়।
নি:স্বের বাগানে পাথর কুচি ফুল ধরে ,
অপ্রেমে বা প্রেমে নয়
একগুচ্ছ ভরসার হাতছানি দিয়ে।
শেষবেলায় ছাইচাপা আগুন হাটকে চলা জীবন ,
নতুন এর গন্ধ খোঁজে,
একজোড়া চোখ খোঁজে, ভীষন আদর খোঁজে ..
বারান্দায় পড়ন্ত আলোয়।