উপহার ২
উপহার ২


তুমি যে অনাবিল পথে হেঁটেছ,
তাতে ভেসে যাচ্ছে আমার মূক স্বপ্নরা --
আস্কারার আদুরে চাহনি তে
যে আকাশ ছিল আমার--
আজ সেখানে অকাল বৃষ্টি নেমেছে।
জানুয়ারীর
আলোর রোশনাই ফিকে হয়ে আসছে কুয়াশার ভিতর,
ঝাপসা আলোয় ভুলতে হবে তোমায়।
তুমি যে অনাবিল পথে হেঁটেছ,
তাতে ভেসে যাচ্ছে আমার মূক স্বপ্নরা --
আস্কারার আদুরে চাহনি তে
যে আকাশ ছিল আমার--
আজ সেখানে অকাল বৃষ্টি নেমেছে।
জানুয়ারীর
আলোর রোশনাই ফিকে হয়ে আসছে কুয়াশার ভিতর,
ঝাপসা আলোয় ভুলতে হবে তোমায়।