শূন্যতার শব্দ
শূন্যতার শব্দ


অপরাহ্ণ বেলায় আবুলি আসে চোখে,
খিদেহীনতায় ভোগা এক একটা দিন চলে যায় ,
খয়াটে নদীটা রোজ
বুক চিরে শূন্যতার শব্দ বোনে আর
জমাট পলি বেঁধে রাখে পায়ের তলায়,
অনন্ত কাল ধরে
,বেঠিক ধারাপাত বেড়েই চলে
গুনের গুনিতক নিয়ে।
উপহাসে, মাছের কাঁটা বিঁধে,
আটপৌরে দিন --
অমলীন থাকে ।
রাতের তারা রা কেবল ইতিউতি জ্বলে, এক হীন তাড়নায়,
আসলে
প্রেমিক অথবা পাগল দুটো হতে ই সাহস লাগে ভীষনরকম.....
কেবল শামুকের মত,
শুধু থাকতে হয় বলে -- থাকা হয়ে যায় যুগ যুগান্ত ধরে।
কারন,
বিপ্লব ধরা দেয় না কুন্ঠাগ্ৰস্হ প্রানে।