STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action Fantasy

3  

Sipra Debnath

Tragedy Action Fantasy

উড়িয়ে দিও ছাই

উড়িয়ে দিও ছাই

1 min
207


তবুও পুড়েছে, সব পুড়ে ছারখার হয়েছে

আসবাব গুলো সরিয়ে রাখা সত্ত্বেও

সবেতেই আঁচ লেগেছে, নষ্ট হয়েছে

যে আগুন নিয়ে এসেছিলে তাতে।

নিজে পুড়েও তোমায় জুড়িয়ে দিতে চেয়েছিলাম

একটুও খামতি রাখিনি নিজের তরফে,,,

ভেজা বাতাস জড়িয়ে দিতে দিতে যে কতবার দগ্ধ হয়েছি

তোমার দেওয়া উপহার অনলে আমার রক্ত মাংশের দেহ, মন প্রাণ হৃদয়, বুকের পাঁজর হাড় কঙ্কাল সবই ছাই হয়েছে

যে কাজ সাজে না তাই করেছো

কি জানি হয়তো বা সাজে, হয়তো আজীবন তাই করে এসেছো, কেউ কাউকে দেবী বা মহাপুরুষ ভাবলেই

সেটা সত্যি হয়ে যায় না,

কেউ মিথ্যা বলতে পারে না আবার কেউ সত্যিটা বলতে পারেনা।

হ্যাঁ, ফুঁ দিয়ে উড়িয়ে দিও ছাই,,,

খেয়াল রেখো এলোমেলো বায়ে সে ছাই যেন 

গিয়ে অন্যত্র না পড়ে।

শ্মশান এর ছাই ভালো নয়,

কারো সংসারের অমঙ্গল হতে পারে

আবার কারো জীবন ধ্বংসও হতে পারে

অনেক কয়টা উদাহরণও রয়েছে।

তোমায় তো স্নেহের আঁচল পেতে দিয়েছিলাম

মমতার আচ্ছাদনে ঢেকে দিয়েছিলাম

যেন কোন অমঙ্গল তোমায় ছুঁতে না পারে।

আর দেখো তুমিই আমার জন্য সঙ্গে করে

মৃত্যু নিয়ে এসেছিলে।

তুমি বারবার বুঝতে দিয়েছিলে

যা করো যা বলো তুমি তা নও

বরং তার উল্টো।

আসলে আমি শেষটা দেখতে চেয়েছিলাম

যে তুমি কিভাবে সমাপ্তি ঘোষণা করো।

তোমার বুকে সেই সাহস কোথায় যে পরিসমাপ্তি টানবে!!!

মুখ লুকানো কাদের কাজ আমি যেমন জানি

তুমিও জানো, যা দিয়ে গেলে উপহারস্বরূপ নিলাম

স্মৃতি হিসেবে নয়, জীবন্ত রাখবো।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy