STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Tragedy Classics Others

4  

আরিয়ানা ইচ্ছা

Tragedy Classics Others

উদাসীনতা

উদাসীনতা

1 min
414

 


থাকি বরাবরই 'উদাসীন'

সম্ভাবনা স্বাভাবিক হওয়ার নেই বুঝি আর!

চোখ গুলো থাকে ক্লান্তিহীন

যেনো তাদের আসল রুপ ফিরবেনা আবার।

ভাষাহারা নির্বাক শুধু তাকিয়ে

দেখি সব,

মমরীচিকা যেনো সামনে থাকে

একি অনুভব!!

সব হারিয়ে সম্বল খানা 


শুধু একখানা চিঠি,


রাত দিন শুধু পড়ে যার 


এরে কতযে খুটি খুটি।


লেখাগুলো যেনো আজও অমলিন


আজও তা স্পষ্ট, 


মানুষটা আজ বড়ই নিঠুর লাগে 


 খুব সে অসন্তষ্ট!


খুশি করবার নেই দরকার 


মনে করিনা বিশেষ, 


যা যেমন আছে হয়তো শুরু

নয়তো এই শেষ||


' উদাসীনতা' কাটবেনা বুঝি

চাইনা ছেড়ে যেতে,

অন্ধকারে তলিয়ে যাচ্ছে

আলোকে হারাতে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy