তুমিই শ্রেষ্ঠ
তুমিই শ্রেষ্ঠ


আমার কাছে তুমি শ্রেষ্ঠ তুমিই সবার সেরা,
তোমার ছাতার নিচে বাঁচি দুঃখের তাপ ছাড়া.
যতোই করি ঝগড়া ঝাঁটি, যতো তুমি মারো চাটি ,
তোমার মত বন্ধু খাঁটি কে বা আছে আমার সাথী.
মনের গোপন কথা সবাই তোমার চোখ এড়ায় নাকি,
তুমি করো ইচ্ছা পূরণ কি আর থাকে চাওয়ার বাকি.