তুমি
তুমি
তুমি
সেদিন বলেছিলে
আসবে জল নিতে,
যমুনা নদীর সেই ঘাটে,
যেথা কালিয়া ছিল চুপটি করে,
সেথা আমি আছি তোমার আশায় বসে,
দেখবো আমার প্রিয়ার বদন খানি পরাণ ভরে,
যতো সখী এলো ঘাটে ব্যঙ্গ করলো মোরে,
বলে গেল কতো কথা মুচকি হেসে,
রাই বিনোদিনী আছে স্বামীর ঘরে,
মন দিয়েছে সংসার পাটে,
ভাবছি যাবো জিতে,
আঁখি মিলে,
আমি।

