Paromita Mukherjee
Abstract Romance
মনখারাপের খামের উপর
তোমার হাসির স্ট্যাম্পেই
এক নিমেষে উধাও
ভিজে চোখ, স্যাঁতস্যাঁতে মন, নোনতা আভাস;
সব মেঘ পার করে তখন ,
হলুদ হাসি ঝলমলে ক্যানভাসে দাঁড়িয়ে;
হাতে নিয়ে ভালোলাগার তুলি----
উপলক্ষ (তুমি)।।
ম্যানেকুইন
বয়াম
উদ্গম
ছন্দপতন
তেষ্টা
সে- তার
অপরাহ্নের ভাত...
বাউন্ডুলে
কারফিউ
তুমি
অপবাদ অপবাদ
হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
আমাকে দেখুন আমাকে দেখুন
গোধূলি বেলা গোধূলি বেলা
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি' রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,