অপরাহ্নের ভাতঘুমে.....
অপরাহ্নের ভাতঘুমে.....
যে ছিদ্র গুলো তুমি রেখে গেছিলে বন্ধু,
ওগুলো আমি পুষি রোজ,
আলতো করে ছুঁলেই নানা রকম সুর বেজে ওঠে....
আদরে, পরিচর্যায়, এই সব ছোট ছোট অভিমানি ছিদ্রগুলো
আজ সুরেলা বাঁশিতে পরিণত হয়েছে।
জানো,
যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি যা তোমায় ভিজিয়ে দেয় ভিতর থেকে বাইরে পর্যন্ত,
তখন নিমগ্ন নিমজ্জিত আমি শুধু মন দি এই বাঁশিতে...
আর বাইরে সুর ঠিক করে ঋতুর চলন।