STORYMIRROR

Paromita Mukherjee

Abstract Others

3.1  

Paromita Mukherjee

Abstract Others

সে- তার

সে- তার

1 min
259



রাতসোহাগী আদর

মোমের মতো গলছে

জরিবোনা রাতের মেহফিলে

বাগেশ্রী_তানে ম_ম করছে মেজাজ;


সেতারের মুর্ছণায়

 সন্মোহিত ঠোঁটের

ঈষৎ বেকাবু হাতছানিতে

উত্তাল হৃদয়

এ এক আজব শিহরণঃ

খানিক চেনা_অজ্ঞাত অনুভুতি


তবু নিদাগ মন রোজ রেয়াজে বসে

সব ছাপিয়ে;

না জানে কখন আহির ভৈরব 

প্রত্যুষের পয়গাম নিয়ে আসে।।




Rate this content
Log in