ম্যানেকুইন
ম্যানেকুইন
বোবা হয়ে থাকাটা একরকম অভ্যাস
অবয়বটা শুধু লালসা জাগায়
তবু ভালো,
প্রাণহীণ বলে নখ দাঁত এর দাগ থাকে না শরীরে।
মাঝে মধ্যে ঘষটে যাওয়া অভিজ্ঞতা, বা পোকায় খাওয়া মনের প্রতিনিধিত্ব করে
পুরুষালি আঙ্গুল গুলো মজা করে
তবু ভালো
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে একা বসে নিজের সাথে গল্প করি, লাল হৃদয়টা এদের মিসিং
তবু ভালো-----
এক চিলতে অন্ধকার ঘরে ওই মেয়েটা আজ তিরিশ বছর বন্দি
আমায় প্রশ্ন করে,
কেন ও আমার মতো শুধু মেয়েলি অবয়ব হলো না!
গত তিরিশ বছর হাত আর রাত বদলেছে শুধু মনটা আর লাল নেই রক্তজমাট নীল কালশিটে বাস করে সেখানে।
হিংসে করে , বলে বেঁচে থাকা একটা লাশের চেয়ে আমার মত যদি ম্যানেকুইন হতো!