Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Paromita Mukherjee

Abstract Others

5.0  

Paromita Mukherjee

Abstract Others

কারফিউ

কারফিউ

1 min
229



শহর জুড়ে কার্ফিউ।

একঘেয়ে বিরোক্তিকর অভিব্যক্তি মাত্র

 অথচ ---রোজনামচায় এরা অনুল্লিখিত।

একে অপরের থেকে দুরে থাকার ভান

একদিকে হয়তো ভালো

সারাদিন তুমি আর আমি যান্ত্রিক সচলতা বজায় রাখতে গিয়ে

হারিয়েছি নিজেদের,

 হারিয়েছি স্বাভাবিক শব্দ গোনা, নিজেদের হরৎপিণ্ডের।


কখনো চোখ অভিমানী তো কখন মন গোঁসা করে মুঠোফোনে ডুবিয়ে দেয় নিজেকে। 

দিন গড়িয়ে রাত হয়, অভিমানেরাও একে ওপরের ঘাম স্পর্শ করে ভিজে কাকভেজা হয়, শুধু তুমি আমি এক বিছানায় অপরিচিত।

নিজেদের পরিচিতির উপর কার্ফিউ লেগে থাকে বারোমাস।


Rate this content
Log in

More bengali poem from Paromita Mukherjee

Similar bengali poem from Abstract