উদ্গম
উদ্গম
পড়ন্ত বেলায় যে রোদ টুকু
একা অপেক্ষারত থাকে
তার আলোতে আমি ফ্ল্যাশব্যাক দেখি রোজ-------
শৈশব থেকে আজ পর্যন্ত এই রূপান্তর
আমাকে গড়তে শেখায় আগামী ভোর,
যেখানে সকালের মূর্ছনায় থাকবে সারেঙ্গীর সুর আর মিঠে নূপুরের কিংকিনি মাতিয়ে রাখবে সারাদিন।