ছন্দপতন
ছন্দপতন
তোমার চোখে আমি লাল আভা দেখেছি,
সেই সুর যখর অন্তরার শেষে
নতুন করে শুরু হই তুমি আমি, শুরু হয় স্থায়ী।
রং গাঢ় হয় সম্পর্কের, একটু একটু করে নিজেদের ভাঙ্গি ,গড়ি....
তৈরী করি অন্তরা থেকে সঞ্চারী,আবার.....
গড়ে ওঠে টিকে থাকার আস্তানা
তবু মরসুমের ফেরে রং পাতলা হয়, লাল নিজে অভিমানী হয়ে মুড়ে নেয় নিজেকে ফিকে গেরুয়া আস্তরণে,
সে খোলোশের বাইরে ভালোবাসা ও ফিকে হয়ে মুর্ছে যায়,
ছন্দপতন ঘটে লয়ে, তালে, সুরে,
ভিতর ভিতর তখন সব রং মুছে গেছে,
মন তখন গুনগুন করছে তিন তেহাই।