বাউন্ডুলে
বাউন্ডুলে

1 min

294
দৃশ্যপট বরবার ফিরে আসলে
অভ্যাস হয়ে যায়---
নেশাতুর কিনার আজ ও প্রশংসার অছিলায় বালি বিছিয়ে প্রতীক্ষারত,
রাত গভীর হলে স্বপ্নের চাদরে টান পড়ে
আমি দেহজ গ্লানি সমলে রাখি
তবু ইচ্ছা যত দেয়ালায় ভর করে
শুনসান গলিঘুঁজি টহল দিয়ে বেড়ায়।