STORYMIRROR

Paromita Mukherjee

Others

2  

Paromita Mukherjee

Others

বাউন্ডুলে

বাউন্ডুলে

1 min
294


দৃশ্যপট বরবার ফিরে আসলে

অভ্যাস হয়ে যায়---

নেশাতুর কিনার আজ ও প্রশংসার অছিলায় বালি বিছিয়ে প্রতীক্ষারত,


রাত গভীর হলে স্বপ্নের চাদরে টান পড়ে

আমি দেহজ গ্লানি সমলে রাখি

তবু ইচ্ছা যত দেয়ালায় ভর করে

শুনসান গলিঘুঁজি টহল দিয়ে বেড়ায়।


Rate this content
Log in