STORYMIRROR

Ananya Podder

Romance Others

3  

Ananya Podder

Romance Others

তুমি

তুমি

1 min
166


তোমাকে আজ আর লেখা হয়ে ওঠে না|

লিখবো কী করে বলো??

তোমায় আজ আর ভাবতেই পারি না আমি |

আমার চিন্তা, অনুভূতি থেকে

তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছো ;

শুধু আমার ভালোবাসায় তোমাকে আমি

জোর করে বেঁধে রেখেছি |

আমি জানিনা, আজও তুমি আমাকে

ভালোবাসো কিনা??

ধীরে ধীরে নিশ্চুপে আমার কাছ থেকে

কেড়ে নিয়েছো নিজেকে --

হৃদয়ের অতলে গিয়েও আজ আর

তোমায় ভাবতে পারি না |

পরম ভালোবাসায় তোমাকে খুঁজে বেড়াই,

কিন্তু হায়, তোমার দেখা পাই না|


আমার একাকী জীবনের একমাত্র সাথী তুমি |

তোমার পরশ, তোমার প্রেম, তোমার সঙ্গই

তো আমার জীবনের উপাদান|

তাকে কেড়ে নিও না -- দোহাই তোমায় ;

তোমার ওই শান্ত চোখের গভীর দুঃখে

আমায় এক চিলতে জায়গা দাও|

তোমার সুখ আমার বেদনার রচনা করেছিল|

তাই আজ আমি চাই --

আমার বেদনা তোমার সুখের জন্ম দিক|

আমার হৃদয়ের অন্তঃকোনে এসো বন্ধু,

তোমার প্রেমে, তোমার ভালোবাসায়

আমার হৃদয়ে

আমি তোমারে সৃষ্টি করি|


Rate this content
Log in