The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Ananya Podder

Abstract Fantasy Others

3  

Ananya Podder

Abstract Fantasy Others

চিন্ময়ী দূর্গা

চিন্ময়ী দূর্গা

1 min
260


আমি দূর্গা, আমি মহিষাসুর মর্দিনী,

আবার আমিই তোমার ঘরের ওই জনম দুঃখিনী|

আমি মন্দিরে পূজিতা, রাজবেশে ভূষিতা,

নারকীয় লোভে আবার আমিই যে হই পতিতা|

আমি বিশ্বজননী, কখনো আবার গর্ভধারিনী,

কখনো আবার শিবরূপী তোমার পাশের ওই শিবানী --

তোমার আদরে কখনো আদরিনী, তোমার গরবেই গর্বিতা,

আবার তোমার প্রদেয় অপমানের ফলে আমিই যে হই লাঞ্ছিতা |

আমি তোমার ঘরের সেই মা, সেই বধূ, সেই দুহিতা,

মৃন্ময়ী দূর্গা রূপে নয়, চিন্ময়ী দূর্গা রূপেই হতে চাই গো পূজিতা|


Rate this content
Log in

More bengali poem from Ananya Podder

Similar bengali poem from Abstract