চিন্ময়ী দূর্গা
চিন্ময়ী দূর্গা
আমি দূর্গা, আমি মহিষাসুর মর্দিনী,
আবার আমিই তোমার ঘরের ওই জনম দুঃখিনী|
আমি মন্দিরে পূজিতা, রাজবেশে ভূষিতা,
নারকীয় লোভে আবার আমিই যে হই পতিতা|
আমি বিশ্বজননী, কখনো আবার গর্ভধারিনী,
কখনো আবার শিবরূপী তোমার পাশের ওই শিবানী --
তোমার আদরে কখনো আদরিনী, তোমার গরবেই গর্বিতা,
আবার তোমার প্রদেয় অপমানের ফলে আমিই যে হই লাঞ্ছিতা |
আমি তোমার ঘরের সেই মা, সেই বধূ, সেই দুহিতা,
মৃন্ময়ী দূর্গা রূপে নয়, চিন্ময়ী দূর্গা রূপেই হতে চাই গো পূজিতা|