বিবাহের অধিকারে
বিবাহের অধিকারে


এমন অধিকার চাইনি তোমার কাছে,
যে অধিকার তোমার পায়ে দিয়েছে শিকল,
সত্যি প্রেমেরে খুন করে মরমে
তোমার আমার সম্পর্করে করেছে বিকল |
আমার পরেও যখন ভালোবাসতে পেরেছো তারে,
তখন তোমার হৃদয় শুধুই হোক তার ঘর ;
সিঁদুরের অধিকারের জোরে আমার করে রাখবো,
এর চেয়ে ঢের ভালো, হয়ে যাব আমি পর |
জীবনের দাঁড়িপাল্লায় ভালোবাসা শুধু জিতে যাবে--
সম্মানের থাকবে না নাকি কোনো দাম??
তাই আজ বেড়িয়েছি খুঁজে নিতে
বাকি জীবনে মানুষ হয়ে বেঁচে থাকার নাম |
তোমার জীবনে সে থাকুক কিম্বা না থাকুক,
সে হিসেব টুকু তোমার জন্যই থাক তোলা |
আমি আজ সংসারহীন, ভবঘুরে,
বাউন্ডুলে, খ্যাপা, কিম্বা আত্মভোলা |
মুক্তির আনন্দ ছুঁয়েছে আজ আমাকে,
আমি পেরেছি ঠেলতে তোমারে দূরে --
আজ আমিও মুক্ত, তুমিও মুক্ত,
আর বাঁধা নেই কেউ বিবাহের অধিকারে ||