তুমি পুরুষ তুমি নারী
তুমি পুরুষ তুমি নারী
জন্মসুত্রে তোমার পরিচয় তুমি মানুষ
যদিও লিঙ্গসুত্রে তুমি নারী তুমি পুরুষ।
নারী-পুরুষ ঈশ্বরের দৃষ্টিপাতে বিচক্ষণ সমান
মানুষের কাছে লিঙ্গ প্রধান সৃষ্টির ভিন্ন ব্যবধান।
নারীর শরীরের শালীনে পুরুষের উৎকৃষ্ট অধিবাস
নারীর হৃদয় ইরাদা মননে পুরুষ হৃতপিণ্ডের শ্বাস।
পাতার দুই পৃষ্ঠা
ভালোবাসা নিষ্ঠা
নারীর ঘন সুখ পেতে কারণে অকারণে
পুরুষ মরিয়া নারীর গহনে। উত্থান পতন নারীর দহনে।
নারীর শান্ত শরীরে পুরুষের আহ্লাদীর দুষ্টু হাত
শীতের মাঝখানে নারীর বুকে পুরুষ কুঁকড়ে রাত
নারীর গর্ভে জন্ম পুরুষ বিশেষণ
লালন পালনে নারীর ধর্ম জেনে পুরুষ নিশ্চিন্ত নির্বিকার।
এলোমেলো বিছানা যেমন তেমন রাখা
মানে পুরুষের অভ্যাস।
সকালের বিছানা ঘরদোর অগোছালো
মানে নারীর অসভ্যতা।
মিথ্যে মিশাল
পুরুষ নাকি শুধুই উপার্জন
নারী শরীর চর্চার উদাহরণ।
পুরুষ চরিত্রহীন নারীর কারণ
নারী চরিত্রহীনা পুরুষের কারণ।
শরীরের বাঁকে বাঁকে আনন্দ মাখ স্নান।
পুরুষের মন্বন্তরে নারী সুলগ্ন সবুজ প্রান্তর
নারী সময়ের নির্যাতনে পুরুষ বুকে আস্থার
নিঃশ্বাস।
পুরুষের দু’হাত তীক্ষ্ণ অসি নারীর প্রেরণায়
নারী দুর্গা চণ্ডী লক্ষ্মী সরস্বতী মঙ্গল কামনায়।
নারী
ব্যাবহার করা নষ্ট জিনিষ যত্ন করে তুলে আনে
মায়া যন্ত্রণা ভালোবাসা নিজের সংসারের টানে।
পুরুষ
নারীর মূল্যায়ন জানে
নারীর অধ্যায়ন মানে
আগলে জীবনের উদ্যানে
নারীর চোখের নীচে লজ্জার ধর্ষণ।
সার্থক জীবনযাপন
নারীর আলিঙ্গন নারীর চুম্বন
পুরুষের বেঁচে থাকার প্রয়োজন।
দেহের খিদে পেটের খিদে
নারী সযত্নে পুরুষের আয়োজন।
যুগে যুগে ঘুম ভাঙিয়ে
কেন বলি নারী শুধু ভোগ্য পুরুষ নারীর কচি গন্ধ পেলে
পুরুষ আরো বেশি নগ্ন নারীর নগ্নতা গতরে গতর ফেলে।
ধ্বংসের ঝলসানি নির্বীজ পাথরে মোমের আলো জ্বেলে ?
পুরুষ মুঠোয় ভরে
নারীর সিঁথিতে সিঁদুর কপালে চন্দনের ফোঁটা
নারীর প্রেমে ভিখারি সাদর নারীর চাদর গোটা
নারী-পুরুষ সর্বাঙ্গে সংসারের দালান কোঠা।
পৃথিবীর শেষ প্রান্তিক যেখানে পুরুষ দাঁড়িয়ে
স্বর্গের আন্তরিক নারী যেখানে দু’হাত বাড়িয়ে।
তুমি পুরুষ ভালো থেকো
তুমি নারী ভালো থেকো
এক দু'জনের নিস্তারে বিছিয়ে রেখো সংরাগের পরাগ।
নারী পুরষের অবলম্বন
পুরুষ নারীর অবলম্বন
ভালোবাসা আঁকড়ে হৃদয় ভরা যাপন।
পুরুষ খুলে দেখতে ভালোবাসে
নারীর সংরক্ষণ।
নারী গর্ভে যত্ন করতে ভালোবাসে
পুরুষ বীর্যক্ষরণ।