তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই
তুমি আসবে বলেই; বৃষ্টি হয়ে যায় শিশির,
ঝরে পড়ে শিউলি; মান ভাঙে অতৃপ্ত নিশির।
তুমি আসবে বলেই আকাশের রঙ হয় নীল,
সাদা মেঘ করে খেলা রসে ভরে নদী খাল বিল।
তুমি আসবে বলেই মাঠঘাট ছেয়ে যায় কাশে,
দীঘি ভরা জলে শালুক পদ্ম ওরা দুজনে হাসে।
তুমি আসবে বলেই কেঁপে ওঠে আমলকী বন,
পাতা ঝরা হয় শুরু; ন্যাড়া হতে লাগে কতক্ষণ !
তুমি আসবে বলেই শ্যামল সবুজে ভরে মাঠ ,
পাখি ডাকে, ফুল ফোটে, শুরু হয় বিকিকিনি হাট।
তূমি আসবে বলেই; সাজো সাজো রবে আগমনী,
অপরূপ হরষে নাড়া দেয় মনন চেতনে বুকখানি।
তুমি আসবে বলেই খেয়া ঘাটে তরী 'নিয়ে মাঝি,
আশায় আশায় থাকে তবু সে হয় না গররাজি ।
তুমি আসবে বলেই শুরু হয় বছরের সেরা উৎসব,
তুমি আসবে বলেই নড়চড়ে বসে যত অনুভব ।
ধরণীর সুখ দু:খ শোক তাপ হয় একাকার,
তুমি আসবে বলেই আমি ফিরে আসি বারবার।

