STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

টুকরো এ হৃদয়

টুকরো এ হৃদয়

1 min
268


আজ আমার মন ভবনের দ্বার

হয়েছে বন্ধ,

কষ্টেরা অবাঞ্ছিত আগাছার মত

উঠছে বেড়ে,

প্রতিনিয়ত করে চলেছি তাদের

মূল থেকে উপড়ে ফেলার চেষ্টা,

কিন্তু পারছিনা তাদের শিকড় যে গেঁথে

আছে অনেক অনেক গভীরে।

ভবনের প্রত‍্যেক আনাচে কানাচে

আজ জমেছে কষ্টের পুরু আস্তরন,

বাতাসে বইছে যেন বিশ্বাসঘাতকতার

বিষাক্ত নিঃশ্বাস,

নেই কোথাও আর হাসির ঝলক,

চারদিক থেকে যেন ভেসে আসছে

করুন কান্নার আওয়াজ।

স্মৃতির বাক্সে লেগেছে মরচে,

তা যে আর কিছুতেই হবেনা নতুনের

মত চকচকে!

কোন কিছুই আর পারবেনা ঠোঁটের

ডগায় এক চিলতে হাসি ফোটাতে।

হৃদয় ভাঙ্গার তীব্র যন্ত্রণায় ছটফট

করছে চঞ্চল, প্রানবন্ত মন__,

নোনা জল আজ সমুদ্র হয়ে ধূয়ে

দিচ্ছে হৃদয়ের গভীরে হওয়া রক্তক্ষরন।

যতই চেষ্টা করো ভাঙ্গা হৃদয়ের

দুটুকরো যত্ন করে জোড়া লাগানোর,

হাল্কা ফটল তার অস্তিত্ব সবসময়

রেখে যাবে দুই টুকরোর মাঝখানে,

আনন্দ যেন নিয়েছে ছুটি

এই জীবন পথ হতে,

দুঃখরা প্রবেশ করেছে সেথা

আপন খেয়ালে।

কোন কিছুই আর হবেনা আগের মত!

সবকিছু রয়ে যাবে মনের গোপন

কোনে হয়ে গভীর ক্ষত।



Rate this content
Log in

Similar bengali poem from Romance