টিমটিম তারার মতো
টিমটিম তারার মতো
কালো কম্বল ঢাকা তন্দ্রাতুর আকাশ,
তবু ওরা টিমটিম জ্বলে,
আকাশ জেগে থাকে।
নিন্দার ও আলো আছে,
ওরা টিমটিম জ্বলে,
প্রশংসা ঢাকা আকাশ সজাগ থাকে।
জোয়ার ভাটার মতো ওরা যে জমজ,
নিন্দা তো কাউকে করতে হবে!
সমাজে তারা আছে,
অন্ধকার আকাশে সর্বত্র ছড়িয়ে থাকা,
টিমটিম তারার মতো।
