STORYMIRROR

Bipattaran Misra

Abstract

5.0  

Bipattaran Misra

Abstract

তোর প্রথম চিঠি

তোর প্রথম চিঠি

1 min
472



মধুছন্দা, তোর প্রথম চিঠি --

আমার বুকে চিরজীবী মোনালিসা! 

একটা শপথের চিঠি, 

আমার সাথী হওয়ার সম্মতি।

স্থির করেছিল দিশা --

আমার আর তোর!

সেই শুরু -- একসাথে পথ চলা। 

আমি হাত মেলেছিলাম, 

জানতাম তুই না বলবি না। 

তবু ভয় ছিলো --  

রোমাঞ্চ, শিহরণ, আর --  

বুক জুড়ে ধুকপুক! 

তারপর উত্তর -- 

আমার বাড়ানো হাতে তোর হাত! 

বরফ পড়া রাতে আনন্দের উষ্ণ প্রস্রবণ! 

শুধু একটা চিঠি -- 

আমার চিরকালের আনন্দ ধন! 

   


Rate this content
Log in