তোমারই অত্যাচার
তোমারই অত্যাচার


অল্প অল্প বিষে রক্ত ওঠে জ্বলে ,
শরীর জমা এই বরফ যেন ওঠে গলে ।
তুমি মারছো যেন চাবুক ,
আমি হচ্ছি বিক্ষত ,
মন কাঁপছে ধুকধুক
তবু রয়েছি অক্ষত ।
আর সইছে না যেন তোমার
এ নিষ্ঠুর অত্যাচার , হা অত্যাচার ;
তোমারই অত্যাচার ।
তুমি বলছো আমায় ভালোবাসো ,
তবে দূরে কেন দাঁড়িয়ে আছো ?
দূরে থেকে থেকে মায়ার খেলায় ,
এভাবে মারছো আমায় হেলায় ফেলায় ;
আর সইবো কত বলো তোমার
এই অত্যাচার , হা অত্যাচার ;
কি নিষ্ঠুর অত্যাচার !
অল্প অল্প আঘাত , এ যেন ঘায়ের মতো ,
কে লাগাবে মনে মলম ? এ এক গভীর ক্ষত ।
তুমি খেলছো কোন সার্কাস ?
আমি বুঝছি সেই খেলা ?
তুমি আমার আধারে এসো
আর না বাড়িয়ে বেলা ।
আর সইছে না যেন তোমার
এ নিষ্ঠুর অত্যাচার , হা অত্যাচার ;
তোমারই অত্যাচার ।