তোমার আমার ভালো লাগা
তোমার আমার ভালো লাগা
জানা অথবা অজানা কারনে
যখন ডাকো আমার নাম ধরে ।
ভাল লাগে আমার ভাল লাগে ।।
ঝড়ের রাতে অথবা ভয়ঙ্কর বজ্রপাতে
ভয়ে যখন জড়িয়ে ধরে রাখ আমাকে ।
ভাল লাগে আমার ভাল লাগে ।।
যখন হাড়কাঁপানো শীতের রাতে
উষ্ণতা খোঁজ আমার বুকে
ভাল লাগে আমার ভাল লাগে
তোমাকে উষ্ণতা দিতে ।।
প্রেমহীনতায় অথবা ভালোবাসায়
যখন এই হাত ধরে রাখ-
কোন কিছু পাবার আশায় !
ভাল লাগে আমার ভাল লাগে ।।
যখন কোন আরশোলা দেখে
ভয়ে চিৎকার করে ডাকো আমাকে
ভাল লাগে আমার ভাল লাগে ।।
ঘুমের মাঝে অথবা মধ্যরাতে
একটা দুঃস্বপ্ন দেখে চমকে উঠে
যখন শুধু আমাকেই খোঁজো ।
ভাল লাগে আমার ভাল লাগে ।।
দুঃখ অথবা অসহনীয় বেদনাতে
যখন তোমার দু’টি চোখ বেয়ে
অশ্রু ধারা ঝরে ঝরে পড়ে ।
ভাল লাগে আমার ভাল লাগে
তোমার চোখের জল মুছে দিতে ।।
ভাল লাগে তোমার ভাল লাগা
দুজনের পথ এক করে পথ চলা ।
ভাল লাগে তোমার ভালবাসা
ভাল লাগে দুজনের একসাথে বাঁচা ।।

